চলতি মাসেই মুক্তি পেতে চলেছে শর্ট ফিল্ম “দেবী বিসর্জন”
আর ক’দিন পরেই দুর্গাপূজা। দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। অন্যদিকে হাথরাসের মত ঘটনা বারংবার নাড়িয়ে দিচ্ছে সমাজের ভিত।
Bengal Live শিলিগুড়িঃ বর্তমানে নারীদের সুরক্ষা যেভাবে ক্ষীণ হয়ে আসছে, যেভাবে নারীদের ওপর চলছে অকথ্য নির্যাতন, সেভাবে চলতে থাকলে ভবিষ্যতে ঠিক কী হবে বর্তমান নারীদের অবস্থা ! কিংবা একই সঙ্গে নারীদের সন্মান হানি ও দেবী মুর্তির কাছে মাথা নোওয়ানো– এসবই হতে চলেছে শর্ট ফিল্মের মূল থিম।
ভুল চিকিৎসা ও রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম ইসলামপুরে
সাংবাদিক সন্মেলনে পরিচালক মানব ঘোষ জানান, দেশজুড়ে ধর্ষণের ঘটনা নিত্যদিন উঠে আসছে। এই সময় প্রয়োজন একটু সুস্থ সমাজের। কীভাবে এক নারীর ক্ষেত্রে ভিন্ন আচরণ তাই তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে। তিনি আরো জানান শিলিগুড়ির শিল্পীদের নিয়ে এই সিনেমার কাজ করা হয়েছে। চলতি মাসের ১৮ তারিখ এই শর্ট ফিল্মটি সোশ্যাল মিডিয়ায় রিলিজ করা হবে।