জেলার সেরা গ্রন্থাগারের সেরা পাঠিকা ধূপগুড়ির শীলা সরকার

জেলার সেরা গ্রন্থাগারের সেরা পাঠিকা ধূপগুড়ির শীলা সরকার

Bengal Live জলপাইগুড়িঃ এক বছরে ২৯৮টি বই পড়ে জলপাইগুড়ি জেলার সেরা পাঠিকার পুরষ্কার পাচ্ছেন ধূপগুড়ির শীলা সরকার। পাশাপাশি জেলার সেরা গ্রন্থাগারের পুরষ্কার পাচ্ছে ধূপগুড়ির মিলনী পাঠাগার। পুরষ্কার নিতে আগামী ৩০ আগস্ট কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শীলা সরকার ও পাঠাগারের গ্রন্থাগারিক রাজু রায়।

বই পড়েও পুরষ্কার পাওয়া যায় জানতাম না। তবে পুরষ্কার পেয়ে খুব ভালো লাগছে বলে জানিয়েছেন শীলা দেবী। তিনি বলেন, ছোট থেকেই বই পড়ি। গ্রন্থাগারের হিসেব অনুযায়ী গত এক বছরে ২৯৮টি বই পড়েছি।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ছুটি পেলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য

এদিকে সেরা গ্রন্থাগারের পুরষ্কার পেয়ে আপ্লুত গ্রন্থাগারিক রাজু রায়। তিনি বলেন, সাড়ে ১২ হাজার বই রয়েছে পাঠাগারে। পাঠক সংখ্যা ১১০০। দুই কর্মীর অবর্তমানে একা হাতেই এই পাঠাগার সামলাতে হয়। গ্রন্থাগার জেলায় সেরা হওয়ায় আনন্দিত।

Exit mobile version