প্রয়াত কবি শঙ্খ ঘোষ
বছরের শুরুতেই শ্বাসনালীতে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। বুধবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি।
Bengal Live ডেস্কঃ বাংলা সাহিত্য জগতে আরও এক নক্ষত্রপতন হলো বুধবার। প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। গত সপ্তাহে করোনা আক্রান্ত হন তিনি। এদিন সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
কবির পরিবার সূত্রে খবর, গত সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন কবি। ১৪ তারিখ তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পরিজিভ আসার পর থেকে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কবি হাসপাতালে ভর্তি হতে না চাওয়ায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। পারিবারিক চিকিৎসকই তাঁর উপর নজর রাখছিলেন।
ষষ্ঠ দফার ভোটের আগে বৃষ্টির পূর্বাভাস উত্তরে, সম্ভাবনা উত্তর দিনাজপুরেও
জানা গেছে, বার্ধক্য জনিত সমস্যার সাথে করোনা আরও দুর্বল করে তুলেছিল কবিকে। মঙ্গবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি৷ কবির প্রয়াণে শোকের ছায়া সবমহলে।