রাজ্য

কাঠ পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার দুই সরকারি আধিকারিক সহ সাত

উদ্ধার হওয়া সেগুন কাঠের আনুমানিক বাজারদর প্রায় ২৫ লক্ষ টাকা।

 

Bengal Live শিলিগুড়িঃ বিপুল পরিমাণ সেগুন কাঠ পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল দুই সরকারি আধিকারিক সহ সাত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়িতে। সূত্রের খবর, শিলিগুড়িতে কাস্টমসের একটি গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল ওই কাঠ। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি থেকে কলকাতা ট্রাকে ওই কাঠ পাচার করার সময়ই বন দপ্তরের আধিকারিকরা হাতেনাতে পাকরাও করেন সাতজনকে।

বন সূত্রে জানা গেছে, ধৃত সাতজনের মধ্যে রয়েছেন দুই সরকারি উচ্চপদস্থ কর্তা। একজন কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট এ  মাঝি ও অপরজন জিএসটি অফিসার দেবাশিস ধর। জানা গেছে, বেশ কিছু অভিযোগে দেবাশিস ধর আপাতত সাসপেন্ড হয়ে রয়েছেন৷ ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে খবর।

অসম থেকে ২৫ লক্ষ টাকার সেগুন কাঠ বেআইনি ভাবে পাচার করা হচ্ছে বলে খবর ছিল বন দপ্তরের কাছে৷ তিন দিন আগে শিলিগুড়ির একটি গোডাউনে ওই কাঠ রাখা হয় বলে খবর। এরপর গতরাতে কলকাতায় সেগুলো পাচার করার উদ্দেশ্যে রওনা দিতেই হাতানাতে সাতজনকে গ্রেপ্তার করে বনকর্মীরা।

Related News

Back to top button