রাজ্য

লকডাউনে স্কুলে বসল মদের আসর, আটক দুই

রাজ্য জুড়ে চলছে লকডাউন। নিরিবিলি পরিবেশ চতুর্দিকে৷ সেই সময়কে কাজে লাগিয়েই স্কুল প্রাঙ্গনে মদের আসর বসানোর অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে।

 

Bengal Live কোচবিহারঃ লকডাউনের মধ্যেই স্কুল প্রাঙ্গনে ছাত্রদের মদের আসর। হাতেনাতে ধরা পড়ল ২ জন। প্রশাসনিক কর্তাদের দেখেই এলাকা ছেড়ে চম্পট দিল আরও তিন পড়ুয়া। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার জেলার তুফানগঞ্জে। আটক দুই পড়ুয়া নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

বাঁশি আর সেই সুরে বাজে না, উত্তর বাংলার শিল্পীর চোখে জল

শুক্রবার লকডাউনের মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্তারা হানা দেন নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গনে। কয়েকজন পড়ুয়াকে জটলা পাকাতে দেখে ডাক দিলে পড়ুয়ারা জানায়, বন্ধুর জন্মদিন পালন করতে একত্রিত হয়েছে তারা। পড়ুয়াদের কথা বিশ্বাস না করে ওদের ব্যাগে তল্লাশি চালাতেই মদের বোতল উদ্ধার করে পুলিশ। এরপরেই তিনজন পড়ুয়া এলাকা ছেড়ে চম্পট দেয়। দুইজনকে প্রশাসনিক আধিকারিকরা হাতেনাতে ধরে ফেলে। জানাগেছে, আটক দুই পড়ুয়া সহ বাকিরা প্রত্যেকেই ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

টোটো চালকের রহস্যমৃত্যু, আটক এক

এই বিষয়ে স্কুলের শিক্ষক ভুবনেশ্বর রভা বলেন, স্কুল প্রাঙ্গনে মদের আসর বেশ কিছুদিন থেকেই বসছে। একাধিকবার ছেলেদের বলার পরেও কোনও লাভ হয়নি। প্রশাসনকেও এই বিষয়ে জানানো হয়েছিল। পুলিশ ও মহকুমা শাসকের কাছে এই বিষয়ে লিখিত ভাবে জানানো হবে।

Related News

Back to top button