শুক্র ও শনিতে বন্ধ থাকবে SBI-এর ডিজিটাল পরিষেবা
আগামী দু’দিন বন্ধ থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল পরিষেবা। শুক্র ও শনিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে এসবিআই-এর ডিজিটাল পরিষেবা।
Bengal Live ডেস্কঃ প্রযুক্তিগত কারণে দু’দিন বিঘ্নিত হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল পরিষেবা। আগামী শুক্র ও শনিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল পরিষেবা। ফলে সমস্যায় পড়তে হবে এসবিআই গ্রাহকদের। এসবিআই-এর তরফে বুধবার রাতে টুইট করে জানানো হয় খবরটি।
টুইটে গ্রাহকদের অনুরোধ করে জানানো হয়েছে, আরও উন্নত ব্যাঙ্কিং অভিজ্ঞতা পেতে সহযোগিতা করার জন্য। পাশাপাশি এও জানানো হয়েছে, এই পরিষেবা বন্ধ থাকবে ৬ই আগস্ট রাত ১০টা ৪৫ মিনিট থেকে ৭ই আগস্ট রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত। ফলে ওই সময় ব্যবহার করা যাবেনা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস।
We request our esteemed customers to bear with us as we strive to provide a better Banking experience.#InternetBanking #YONOSBI #YONO #ImportantNotice pic.twitter.com/yO7UDdXuEG
— State Bank of India (@TheOfficialSBI) August 4, 2021
করোনার গৃহবন্দী দশায় ক্রমশ গুরুত্বও বেড়েছে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার । এই পরিস্থিতিতে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ থাকলেও অসুবিধার সম্মুখীন হবেন গ্রাহকরা। তবে এই প্রযুক্তিগত উন্নতির কাজের জন্য রাতের বেলাকেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসবিআই।