রাজ্য

মুকুল রায়কে কার্যত পিঁপড়ে বলে কটাক্ষ সায়ন্তন বসুর

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে মুকুল রায়। আর তারপর থেকেই তোলপাড় রাজ্যের রাজনীতি৷ বেসুরো হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে।

Bengal Live আলিপুরদুয়ারঃ হাতির পিঠ থেকে দুইতিনটে পিঁপড়ে নেমে গেলে কোনও যায় আসে না। বিজেপি হাতির ন্যায় বিশালাকার দল। মুকুল রায় চলে যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না। মঙ্গলবার দলীয় কাজে যোগ দিতে আলিপুরদুয়ারে পৌঁছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কার্যত পিঁপড়ে বলে কটাক্ষ করলেন সায়ন্তন বসু।

বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করতে আলিপুরদুয়ারে পৌঁছেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই জয় লাভ করার পর এবার টার্গেট আলিপুরদুয়ার পুরসভা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা সায়ন্তন বসুর। পুরসভা ভোটকে সামনে রেখে নতুন করে সংগঠন সাজানোর পরিকল্পনা রয়েছে বলেও এদিন মন্তব্য করেন বিজেপির রাজ্য নেতা।

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন মুকুল রায়। আর তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়৷ বিজেপিতে ভাঙন ধরিয়ে কতজন বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়াবেন মুকুল রায়, এখন সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দল বদলের ইচ্ছা প্রকাশ করেছেন। আর এই খবর জানাজানি হতেই সংগঠন ধরে রাখতে মাঠে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। তবে সায়ন্তন বসুর দাবি, একজন বিধায়কও দল পরিবর্তন করবেন না।

Related News

Back to top button