করোনার বাড়বাড়ন্ত, আবারও জারি কড়া বিধিনিষেধ

কোন কোন ক্ষেত্রে আগামীকাল থেকে বিধিনিষেধ লাগু হচ্ছে? পড়ুন।

 

Bengal Live ডেস্কঃ করোনার বাড়বাড়ন্তের জেরে সোমবার থেকে ফের বন্ধ করে দেওয়া হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। রাজ্য জুড়ে লাগু কড়া বিধিনিষেধ। বন্ধ করে দেওয়া হলো স্পা, জিম, সেলুন, সুইমিং পুল,বিউটি পার্লার। বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র।

এদিকে সন্ধ্যা সাতটার পর থেকে সকল লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দূরপাল্লার ট্রেন চলাচল করবে স্বাভাবিক ভাবেই। এদিকে ৫০% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রো রেল। এদিকে সিনেমা হল, বার রেঁস্তোরায় খোলা থাকবে রাত ১০ টা পর্যন্ত৷ ৫০% গ্রাহক নিয়ে চলবে বার, রেঁস্তোরা, সিনেমা হল।

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু। সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা থাকবে। বেসরকারি অফিসে ৫০ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন। রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে।

Exit mobile version