রাজ্য

লাল সতর্কতা বাতিল তিস্তায়, ধীরেধীরে খুলছে রাস্তা

বিগত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। জলস্তর বেড়েছে একাধিক নদীতে। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। তবে হতাহতের কোনও খবর নেই।

 

Bengal Live ডেস্কঃ লাগাতার বৃষ্টির কারণে কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। জলস্তর বেড়েছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে৷ এদিকে ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন এলাকায়। যার কারণে জনজীবন বিপর্যস্ত উত্তরের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি সেই ভাবে না হলেও পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের। এদিকে পাহাড়ের বেশ কয়েকটি রাস্তার ধস সরানোর কাজ শুরু হয়েছে জোর কদমে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দার্জিলিং-সুখিয়াপোখরি সংযোগকারী রাস্তা স্বাভাবিক অবস্থায় ফিরেছে৷ বিজনবাড়ি ও ঘুমের সংযোগকারী রাস্তা থেকেও ধস সরানোর কাজ শেষ হয়েছে। এদিকে পুলবাজার দার্জিলিং সংযোগকারী রাস্তাও স্বাভাবিক হয়েছে। দার্জিলিং ও সিকিমের অন্যতম সংযোগকারী অন্যতম দার্জিলিং ও সিংলাবাজার রাস্তাতেও যান চলাচল স্বাভাবিক হয়েছে। কালিঝোরা ও রম্ভির মাঝে ধস সরানোর কাজ শুরু হয়েছে।

Related News

Back to top button