ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
মৌসুমী অক্ষরেখা সক্রিয় উত্তরবঙ্গ ও সিকিমের উপর। যার ফলে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Bengal Live ডেস্কঃ ফের নিম্নচাপের ভ্রুকুটি রাজ্য। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আগামী ২৩ জুলাই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আর তার জেরেই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২২ জলাই থেকেই বৃষ্টির পরিমাণ বাড়ার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এদিকে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জানা গেছে, উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এদিকে আগামী ৪৮ ঘন্টায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।