কৃষি আইন বাতিলের দাবিতে উত্তরের তিন জেলায় রেল অবরোধ। আটকে পড়ল পদাতিক ও তিস্তাতোর্ষা এক্সপ্রেস ট্রেন।
Bengal Live মালদা, আলিপুরদুয়ার ও কোচবিহারঃ বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় চারটি স্টেশনে রেল রোকো কর্মসূচী পালন করল বাম-কংগ্রেস জোট। কৃষি আইনের প্রতিবাদে এই রেল রোকো কর্মসূচী বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আলিপুরদুয়ারের নিউআলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জংশন, কামাখ্যাগুড়ি ও ফালাকাটা স্টেশনে রেল রোকো কর্মসূচী পালন করে বাম-কংগ্রেসের কর্মী সমর্থকেরা। নিউ আলিপুরদুয়ার স্টেশনে কলকাতা গামী তিস্তা-তোর্ষা এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস কর্মীরা। এর জেরে প্রায় ২৫ মিনিট দেরিতে ছাড়ে তিস্তাতোর্ষা এক্সপ্রেস। এদিকে ফালাকাটা স্টেশনে আটকে পরে রাজধানী এক্সপ্রেস।
এদিকে একই দাবিতে এদিন বাম-কংগ্রেস নেতৃত্ব রেল অবরোধ করেন কোচবিহারে৷ কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনগুলি এদিন রেল অবরোধ কর্মসূচী পালন করে নিউকোচবিহার স্টেশনে। এদিন বেলা সাড়ে ১২ টা থেকে শুরু হয় বিক্ষোভ ও রেল অবরোধ। স্টেশনের প্ল্যাটফর্মে মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর নিউকোচবিহার স্টেশনের রেললাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা । যার জেরে প্রায় একঘন্টার জন্য স্টেশনে থমকে যায় পদাতিক এক্সপ্রেস৷
কোচবিহার, আলিপুরদুয়ারের পাশাপাশি মালদা জেলাতেও রেল অবরোধ কর্মসূচি পালন করে বাম ও কংগ্রেস।
বৃহস্পতিবার দুপুরে গাজোল থানার একলাখী স্টেশনে দলীয় ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। এদিন আন্দোলনকারীরা একটি মালগাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে বিশাল রেল পুলিশ মোতায়েন করা হয় স্টেশন চত্বরে।
অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে হরিশচন্দ্রপুর স্টেশনে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা।
স্টেশনে ঢুকতে গিয়ে ধস্তাধস্তি শুরু হয় রেল পুলিশের সাথে বাম আন্দোলনকারীদের। সকাল থেকে গোটা স্টেশন চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বেশ কিছুক্ষণ রেল রোকো আন্দোলন কর্মসূচি পালন করে আন্দোলন থেকে সরে দাঁড়ান বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা।