রাজ্য

জমি দখল রুখতে অভিযান রেলের

এর আগেও জমি দখলমুক্ত করতে অভিযানে নেমেছিল রেল। তবে কিছুদিন যাওয়ার পর ফের এক শ্রেণীর ব্যবসায়ী রেলের জমি দখল করে জাঁকিয়ে বসে।

Bengal Live শিলিগুড়িঃ সরকারি জমি দখলমুক্ত করতে তৎপর রেল। বৃ্হস্পতিবার সকাল থেকে জমি দখলকারীদের উচ্ছেদ করতে অভিযানে নামল রেল দপ্তর। অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির নর্থ কলোনী এলাকায় এদিন অভিযানে নামেন রেলের কর্মকর্তারা। এনজেপি সংলগ্ন রেলের বিভিন্ন পরিত্যক্ত জমি দখল করে রয়েছে স্থানীয় বেশকিছু ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই অবাধে একপ্রকার ব্যবসা করে চলছেন তাঁরা।

এর আগেও রেল দপ্তর ওই সমস্ত ব্যবসায়ীদের উচ্ছেদ করতে অভিযানে নামে। তবে সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে ফের বহু ব্যবসায়ী রেলের জমি দখল করে জাঁকিয়ে ব্যবসা করে চলছে।
বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে নর্থ কলোনী এলাকার এক প্যান্ডেল ব্যবসায়ীর দোকানে হানা দেয় রেল। দখলমুক্ত করা হয় সেই জমি। রেল দপ্তর সূত্রে জানা গেছে, আগামীতে যে সমস্ত জমি অসাধু ব্যবসায়ীদের দখলে রয়েছে সেই সকল জমি দখলমুক্ত করতে লাগাতার অভিযান চালানো হবে।

Related News

Back to top button