ফরাঁসি যুদ্ধবিমান রাফাল পৌঁছল উত্তরবঙ্গে
উত্তরবঙ্গের বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল তিনটি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার ১০১ স্কোয়াড্রোনের অন্তর্ভুক্ত করা হলো রাফাল যুদ্ধবিমান গুলিকে।
Bengal Live আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছল তিনটি ফরাঁসি যুদ্ধবিমান। মূলত ভারতের পূর্ব প্রান্তের আকাশ সীমার সুরক্ষা আরও জোড়ালো করতেই রাফালকে উত্তরবঙ্গের বায়ুসেনা ঘাঁটিতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া বলেন, দেশের পূর্বাঞ্চলে ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে সচেতন ভাবেই রাফাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান নেওয়ার কথা ভারতের। এরমধ্যে ২৬টি যুদ্ধবিমান ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। ২০২০ সালের ২৯ জুলাই প্রথমবার ভারতে পৌঁছেছিল রাফাল। হাসিমারায় রাফাল যুদ্ধবিমানগুলি অবতরণ করতেই প্রথা মেনে জলকামান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর ছড়ানো হয় জীবাণুনাশক।