রাজ্য

প্রতিটি পূজা মন্ডপই নো এন্ট্রি জোন ! রায় হাইকোর্টের

পূজার মাত্র কয়েকদিন বাকি। তার আগেই একটি জনস্বার্থ মামলার শুনানিতে রায় দিল কলকাতা হাইকোর্ট।

যুগলবন্দীঃ পর্যটনমন্ত্রী গৌতম দেবের গানের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি

Bengal Live ডেস্কঃ পূজার মাত্র কয়েকদিন বাকি। তার আগেই একটি জনস্বার্থ মামলার শুনানিতে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এবার রাজ্যের সবকটি পূজা মন্ডপকেই কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করল হাইকোর্ট। ফলে মণ্ডপ থাকবে দর্শকশূন্য। নো এন্ট্রি বাফার জোন লেখা থাকবে মন্ডপের সামনে। করোনা সংক্রমণ চরম আকার নেওয়ার কারণেই হাইকোর্টের এই নির্দেশ। ছোট মন্ডপের ক্ষেত্রে ৫ মিটার, বড় মন্ডপের ক্ষেত্রে ১০ মিটার আগে থাকবে ব্যারিকেড। করোনা সংক্রমণ এড়াতে ভিড় নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই মূলত এই রায় বলে জানা গেছে।

সন্ধ্যায় চোখ রাখুন পুব আকাশে, খুব কাছে চলে এসেছে মঙ্গল গ্রহ

এদিকে পূজার আয়োজনের জন্য ১৫-২৫ জন পূজা উদ্যোক্তাদেরই শুধু মাত্র মন্ডপে প্রবেশের অনুমতি থাকবে বলে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। পূজার পর লক্ষ্মী পূজার শেষে নির্দেশ কতটা মানা হলো, তা হাইকোর্টকে জানাতে হবে বলে উল্লেখ করা হয় এদিন।

Related News

Back to top button