বিজেপি কর্মীদের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি উত্তরবঙ্গের তৃণমূল নেতার
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা হলে এখানেও বিজেপি কর্মীদের চামড়া তুলে দেওয়া হবে। এমনই হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ির যুবনেতা
Bengal Live জলপাইগুড়িঃ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপর হামলা প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। গান্ধীমূর্তি পাদদেশে রবিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন দলের জেলা নেতৃত্ব। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা৷
প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুব নেতা নেত্রীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শনিবার তৃণমূলের দু’টি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন দেবাংশু ভট্টাচার্য। এতে জখম হয়েছেন একাধিকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তৃণমূলের নেতা নেত্রীদের অভিযোগ, পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এরপরই রবিবার দলীয় নেতা বিধায়ক সাংসদদের সাথে নিয়ে ত্রিপুরায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন জলপাইগুড়ির যুব তৃণমূল নেতা দেবজিৎ সরকার বলেন, ত্রিপুরায় যদি আর একজন তৃণমূল কর্মীর গায়ে আঘাত লাগে, তাহলে জলপাইগুড়িতে বিজেপি পার্টি অফিস থাকবে না এবং বিজেপি কর্মীর চামড়া তুলে নেওয়া হবে।