রাজ্য
৩৪ নম্বর জাতীয় সড়কে উলটে গেল বেসরকারি বাস
নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।
Bengal Live মালদাঃ কলকাতা থেকে মালদা ফেরার পথে সোমবার সকাল দশটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস। আহত ১৫। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সুস্থানি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তাঁরা বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বাসটি দুর্ঘটনার মুখে পড়ল, তা এখনও জানা যায়নি৷ তবে প্রাথমিক অনুমান, রেষারেষির জেরেই দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বাসটি৷