নাইট কারফিউ সফল করতে মালদা শহরে পুলিশি অভিযান
করোনা আবহে নাইট কারফিউ সফল করতে মালদা শহরে পুলিশি অভিযান। নাইট কারফিউ নিয়ে সচেতন করা হলো শহরের বিভিন্ন এলাকার মানুষকে।
Bengal Live মালদাঃ করোনা সংক্রমণ খানিকটা কমলেও নাইট কারফিউ বলবৎ করতে তৎপর ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে মালদা শহরে চলল পুলিশি অভিযান। শহরের বিভিন্ন এলাকায় নাইট কারফিউ নিয়ে চলল সচেতনতা অভিযানও।
দেবেন রায়ের মূর্তি নির্মাণ নিয়ে গড়িমসি, ক্ষোভ বালিয়ায়
রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এমনিতে এখন সকাল বেলা বিধিনিষেধ সংক্রান্ত চাপ কিছুটা কমানো হলেও এখনো পর্যন্ত জারি রয়েছে নাইট কারফিউ। রাত্রি ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রয়েছে এই কারফিউ এর সময়। ফলে করোনা সংক্রমণ খানিকটা কমলেও নাইট কারফিউ সফল করতে পুলিশি অভিযান চললো মালদা শহরে। রবিবার গৌড় রোড মোড়ে রাত ৯ টা নাগাদ চলছিল বাজার, খোলা ছিল খাবারের দোকানও। সেখানে সকলকে সর্তক করতে অভিযান চালায় পুলিশ। এদিন গৌড় রোড, পোস্ট অফিস মোড়, কে.জে সান্যাল রোড সহ মালদা শহরের বিভিন্ন এলাকায় নাইট কার্ফু নিয়ে মানুষকে সচেতন করতে অভিযান চালায় পুলিশ।
১৭ কিলোমিটার দীর্ঘ গরুর গাড়ির মিছিল, অভিনব প্রতিবাদ বালুরঘাটে
প্রসঙ্গত, এখনো পর্যন্ত মালদায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৫৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ জন। মোট সুস্থতার সংখ্যা ৩২৩২১ জন। মৃত্যু হয়েছে ১৮২ জনের। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন।