বালুরঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার এক
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে মৃত্যু হয় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের।
Bengal Live শিলিগুড়িঃ হিলির স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগরা থেকে শুভম কুমার নামে এক যুবককে এই মামলায় গ্রেপ্তার করে পুলিশ বলে জানা গেছে। মোবাইল টাওয়ার ট্র্যাক করেই মূলত শুভম কুমারের খোঁজ পায় হিলি ও বাগডোগরা পুলিশ। এরপর বাগডোগরার লাইফলাইন এলাকায় ফাঁদ পেতে অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
জলন্ধরে বসে উত্তরবঙ্গে কিশোরীকে পাচারের ছক! বাঞ্চাল করল ক্যাব চালক
গত ৯ জুলাই হিলির তিওরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হন স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ব্যবসায়ীকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রদীপ কর্মকারের। এরপরেই খুনের ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা।