পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকেই লাগু হচ্ছে নির্বাচনী আচরণবিধি।
Bengal Live ডেস্ক: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বুধবার দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার আচমকা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে এক দফাতেই। বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যে লাগু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি (মডেল কোড অফ কনডাক্ট)। আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ১১ জুলাই হবে ভোট গণনা।