রাজ্য

সাত সকালে চিতা বাঘের হানা, আহত ১ মহিলা

জঙ্গলে ঘাস কাটতে গিয়ে চিতা বাঘের থাবায় আহত এক মহিলা। স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা।

 

Bengal Live শিলিগুড়িঃ   আবারও চিতা বাঘের আতঙ্ক ছড়ালো বাগডোগরা এলাকায়। সাত সকালে চিতা বাঘের থাবায় আহত বছর পঞ্চাশের এক মহিলা। কিছুদিন আগেই নকশালবাড়ি ব্লকের পাহাড়গুমিয়া চা বাগানের অন্তর্গত দমাদমা এলাকায় চা বাগানের নালা থেকে একটি চিতা বাঘ শাবককে উদ্ধারের ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা চিতাবাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান।

Cheetah cubs rescued

জানা গেছে, সোমবার আবার সকাল দশটা নাগাদ বছর পঞ্চাশের শশীবালা রায় নামে এক মহিলা জঙ্গলে ঘাস কাটতে গেলে আচমকা একটি চিতাবাঘ হামলা করে তাঁর উপর। আহত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা তাকে সরাসরি বাগডোগরা হাসপাতালে পাঠান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

 

Related News

Back to top button