সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের ছয় নেতাকে শোকজ করার কথা জানিয়েছেন কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।
মায়ের হাতে শিশু খুন! অভিযোগ ঘিরে চাঞ্চল্য
Bengal Live কোচবিহারঃ দলীয় নির্দেশ অমান্য করায় দিনহাটার ছয়জন তৃণমূল কংগ্রেস নেতাকে শোকজ করল দল। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়৷
মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে সাংগঠনিক কাজ না করার কারণেই নেতৃত্বেদের বিরুদ্ধে এই কড়া সিদ্ধান্ত রাজ্য কমিটির। এদিন পার্থপ্রতিম রায় জানান, রাজ্য কমিটির নির্দেশেই নেতাদের শোকজ করা হয়েছে ৷ আগামী তিনদিনের মধ্যে শোকজের জবাব না দিলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি ।
সর্দি কাশি থেকে ত্বকের সমস্যা, রেহাই পেতে জেনে নিন আদার উপকারিতা
দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে দিনহাটার প্রার্থী উদয়ন গুহের সমর্থনে নিজেদের এলাকার বুথ ও অঞ্চল স্তরে সাংগঠনিক কাজ থেকে বিরত রয়েছেন এই নেতৃত্বরা। তাতে দল বিরোধী মনোভাবের প্রতিফলন রয়েছে যা অবমাননাকর এবং দলের সিদ্ধান্তের বিরোধী। এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দই প্রধান কারণ বলে অনুমান দলের। তাই নির্বাচনের এই সময়ে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকায় দলের একাংশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানান, “ দলের নির্দেশ মানেন নি তারা। তাই শোকজের সিদ্ধান্ত৷দলীয় নির্দেশ অমান্য।
দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা তরনীকান্ত বর্মন বলেন, প্রার্থী অপছন্দ হওয়াতেই বসে ছিলেন। দল কেন শোকজ করল তা জেনে উত্তর দেবেন৷