রাজ্য

মুগ ডালে দেশের মানচিত্র এঁকে নজর কাড়ল উত্তরের যুবক

বিবেকের এই কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পায়। মঙ্গলবার তাঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সম্মাননা সহ বেশ কিছু উপহার পাঠানো হয়।

Bengal Live আলিপুরদুয়ারঃ নানান শিল্পকলায় চমক দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলছেন বিভিন্ন শিল্পীরা। তাঁদের দেখে অনুপ্রানিত হয়েই এবার মুগ ডালের দানার ওপর ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে সকলের মন জয় করলেন আলিপুরদুয়ারের বিবেক কুমার ধর।

india book of records recognised alipurduar's youth
বিবেকের এই কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পায়

আলিপুরদুয়ার কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিনি। ছোটোবেলা থেকে আর্ট-এর প্রতি তীব্র আগ্রহ। তিনি জেলার বেশ কয়েকজন শিল্পীর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠতে দেখেন। তারপরই পারিবারের অনুপ্রেরণায় মুগ ডালের ওপর ওয়াটার কালারের মাধ্যমে ভারতের মানচিত্র ফুটিয়ে তোলেন নিজে। শুধু তাই নয় ৫ মিলিমিটারের মুগ ডালের ওপর মানচিত্র আঁকার পাশাপাশি অশোকস্তম্ভ ফুটিয়ে তুলেছেন বিবেক।

বিবেকের এই কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পায়। মঙ্গলবার তাঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সম্মাননা সহ বেশ কিছু উপহার পাঠানো হয়। নাম নথিভুক্ত হতেই খুশির জোয়ার পরিবার সহ পাড়া-পড়শিদের মধ্যে।

india book of records recognised alipurduar's youth
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি

Related News

Back to top button