রাজ্য

নয়া উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার, পথে নামতে চলেছে ইলেকট্রিক বাস

আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে পথে নামবে ২৫ টি ইলেকট্রিকবাস। তাদের চলাচলের জন্য প্রাথমিক ভাবে ৩০ টি রুট চিহ্নিত করা হয়েছে ।

 

Bengal Live কোচবিহারঃ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও জ্বালানি খরচ কমাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে এবার রাস্তায় নামতে চলেছে ইলেকট্রিক বাস। এই বাস চলাচলের জন্য প্রাথমিক ভাবে ৩০ টি রুট চিহ্নিত করা হয়েছে।

এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবন কোচবিহারে বোর্ড মিটিং এর মাধ্যমে খুব শীঘ্রই এই আধুনিক বাস পথে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের মিটিং এ উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক মহম্মদ তোরাক হোসেন, করনদিঘীর বিধায়ক গৌতম পাল, প্রাক্তন মন্ত্রী চাঁদ মহম্মদ, রাজীব হোসেন, অনন্ত দেব অধিকারী, জয়ন্ত অধিকারী সহ বোর্ডের অন্যান্য সদস্যরা।

রাজার শহরে ছুটবে দোতলা বাস, সেপ্টেম্বর থেকেই চালু পরিষষেবা

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, মূলত জ্বালানি খরচ কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই ইলেকট্রিক বাস চালানোর উদ্যোগ নিয়েছে সংস্থা। আপাতত ২৫ টি বাস নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই উদ্যোগ শুরু হতে চলেছে। এই বাসগুলি সর্বোচ্চ ২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত চলতে পারে। তবে ৫০ কিলোমিটারের কম দুরত্বের রুটে এই বাস চালানো হবে কিনা সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও তিনি জানান, আধুনিক বাস রাস্তায় নামানোর পাশাপাশি টিকিটে কারচুপি রুখতে ৬০০ টি আধুনিক ইটিএম মেশিন কেনা হবে৷ এছাড়াও কোন বাস কোন রুটে চলছে ও কোনো বিপদ হলে তা বোঝার জন্য ভেহিকেল ট্রাফিকিং সিস্টেম চালু করার ব্যাপারেও উদ্যোগ নিচ্ছে সংস্থা।

এক ক্লিকেই জেনে নিন বাসের রুট, কেটে ফেলুন টিকিট, অ্যাপ আনছে NBSTC

Related News

Back to top button