উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত।

 

Bengal Live ডেস্কঃ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমলেও আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার কোনও লক্ষণ নেই। বরং আগামী কয়েকদিনে তুমুল বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর৷

আজও রায়গঞ্জের দাস বাড়িতে গ্রামোফোন চলে, রেকর্ড বাজে

দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এটি ক্রমশ হিমালয়ের পাদদেশে অবস্থান করবে। এরফলে প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ। দার্জিলিঙ, কালিম্পং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্র-বিদ্যুৎ পাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে।

Exit mobile version