NPR নয়, তালিকা তৈরি হোক বেকারত্বের, রায়গঞ্জে অভয়-সেলিম
CAA, NRC ও NPR- এর বিরোধীতা করে রায়গঞ্জে প্রকাশ্য সভা করল ডিওয়াইএফআই। সোমবার রেল স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জের সভা থেকে মোদী-মমতাকে তীব্র আক্রমন করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। NPR এর বদলে NRB -দাবিতে বক্তব্য রাখলেন ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক অভয় মুখার্জী। CAA, NRC ও NPR- এর বিরোধীতা করে রায়গঞ্জে প্রকাশ্য সভা করে ডিওয়াইএফআই। সোমবার রেল স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই সাধারণ সম্পাদক অভয় মুখার্জি সহ যুব সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অভয় মুখার্জি বলেন, ভারতের সবথেকে মিথ্যাবাদী মানুষ মোদী। নোটবন্দি করে মানুষকে বোকা বানিয়েছিল। এবার NRC করে আর বোকা বানাতে দেবো না। আমরা সকলের জন্য কাজ চাই, সকলের জন্য শিক্ষা চাই। স্বাধীনতার পর এমন বেকারত্বের হার আগে কখনও হয়নি দেশে। শিক্ষিত বেকার বেড়েছে ১৫%। আমরা CAA চাই না, আমরা ভাত চাই। তাই NRC, CAA, NPR এর বদলে আমরা NRB, মানে ন্যাশনাল রেজিস্ট্রার অফ বেকারত্বের দাবিতে সরব হয়েছি। NRB-কে সামনে রেখে আগামী ২৭ ফেব্রুয়ারি ডিওয়াইএফআই দিল্লিতে মোদী-মমতা,CAA,NRC ও NPR এর বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে সভামঞ্চ ঘোষণা করেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন। তিনি বলেন, কাজের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বামপন্থীরা। কিন্তু এই রাজ্যে কাজ চাইতে গেলে লাঠি, টিয়ার গ্যাস, গ্রেপ্তার হতে হয় ছেলে-মেয়েদের। তৃণমূল বলছে দিদিকে বলো, কিন্তু দিদিকে বলতে গেলেই পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। মানুষের সমস্যা শুনতে না চেয়ে বিজ্ঞাপন দিয়ে নাটক করছে। কাজ দিতে চাইছে না। নোটবন্দি করে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটিয়েছে বিজেপি সরকার। যারা বলছে নাগরিকত্ব দেবে, তারাই নাগরিকদের কথা বলতে দিচ্ছে না। খাবার, পোশাক, ধর্মের ভত্তিতে দেশভাগ করতে চাইছে বিজেপি। নেতাজি,ভগৎ সিং,ক্ষুদিরামদের স্বাধীনতার স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার স্বপ্ন পূরণ না করে বিজেপি ভারতীয়দের ঐক্য ভাঙতে চায় বলে এদিন মন্তব্য করেন সেলিম বাবু। নাগরকিত্বের হিসেব নয়, কেন্দ্র ও রাজ্যের কাছে NRB-এর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কত মানুষ বেকার রয়েছে তার হিসেব করার দাবি জানান তিনি।