রাজ্য
জলের ট্যাঙ্ক থেকে দুই দিনের সদ্যজাতের মৃতদেহ উদ্ধার
জলের ট্যাঙ্ক থেকে দুই দিনের সদ্যজাতের মৃতদেহ উদ্ধার। শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা এসে মৃত শিশুটিকে উদ্ধার করে।
Bengal Live শিলিগুড়িঃ পুরোন ট্যাঙ্কের জলে ভেসে উঠল দু-দিনের শিশুর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। রবিবার সকাল ১১ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড-এর একটি গাড়ি পরিষ্কার করার জন্য গাড়ির চালক কলেজের পুরোন ট্যাঙ্ক থেকে জল নিতে গেলে ওই শিশুর মৃতদেহ ভাসতে দেখেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটির বয়স দুই দিন।
তৎক্ষনাৎ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ আউটপোস্ট পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে সরাসরি দমকল বিভাগ কে জানায় বিষয়টি। শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা এসে মৃত শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য পাঠায়।