রাজ্য

সাইবার প্রতারণার নয়া কৌশল, তিন লক্ষ টাকা খোয়া গেল শিক্ষকের

কয়েক মিনিটেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। সাইবার প্রতারণার নয়া কৌশল দুষ্কৃতীদের। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের ক্ষতিগ্রস্থ শিক্ষকের।

Bengal Live মালদা: মোবাইল নম্বর ব্লকের ছক কষে অ্যাকাউন্ট থেকে তিন লক্ষাধিক টাকা প্রতারণার শিকার মালদা শহরের এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সিঙ্গা তলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদায়। ক্ষতিগ্রস্থ শিক্ষক সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।

জানা গেছে, সোমবার মালদা টাউন হাই স্কুলের ইংরেজি শিক্ষক শুভময় চৌধুরীর কাছে তাঁর মোবাইল নম্বর ব্লক হয়ে যাবে বলে একটি মেসেজ আসে। এরপরেই সাইবার প্রতারকদের ফাঁদে পড়েন তিনি। বেশ কয়েকটি লেনদেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় তিন লক্ষ টাকা। মঙ্গলবার সকালে মালদা সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

দিনদুপুরে ছিনতাই দু লক্ষ টাকা, থানার অদুরেই দুষ্কৃতী দাপট

প্রতারিত শিক্ষক জানিয়েছেন, একটি টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোমবার তাঁকে ফোন করা হয়। বলা হয়, ১০ টাকার রিচার্জ না করলে তাঁর সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে। সাথে সাথেই তিনি ১০ টাকার রিচার্জ করেন। এরপরই তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। ওই টেলিকম কর্মীর সাথে তৎক্ষনাৎ তিনি যোগাযোগ করে ২৫০০০ টাকা কেটে নেওয়া হয়েছে কেন? জানতে চান। শুভময় বাবু বলেন, ওই টেলিকম সংস্থার কর্মী তাকে বলে টাকা রিফান্ড করলেই ২৫ হাজার টাকা ফেরত পাবেন তিনি। এরপরেই ধাপে ধাপে তিন লক্ষ টাকা উধাও হয়ে যায় তাঁর অ্যাকাউন্ট থেকে। মঙ্গলবার সকালে তিনি এই মর্মে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা।

এক নজরে উত্তরবঙ্গের কিছু খবর

Related News

Back to top button