রাজ্য

বিহারে যুদ্ধ জয়ের আনন্দ জোয়ার আছড়ে পড়ল বাংলার মাটিতেও, মালদায় মিছিল বিজেপির

জোর টক্করের পর ইউপিএ মহাজোটকে হারিয়ে বিহার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে এনডিএ। এককভাবে ৭৪টি আসনে জয় পেয়েছে বিজেপি।

কাগজের কাপে চা খাওয়া মারাত্মক ক্ষতি, বলছেন বিশেষজ্ঞরা

Bengal Live মালদাঃ বিহার নির্বাচনে জয়ের পর মালদা জেলা বিজেপির উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন। বুধবার দুপুরে ব্যান্ডপার্টি বাজিয়ে দলীয় কার্যালয় থেকে বিজেপির নেতা কর্মীরা হাতে ঝান্ডা নিয়ে সারা শহর পরিক্রমা করেন। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের নেতৃত্বে মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে দলীয় কর্মী সমর্থকরা ব্যান্ড পার্টির তালে তালে নৃত্য প্রদর্শন করেন। সেখানে একটি পথ সভার আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, নির্বাচনে সারা ভারতে সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তার সাথে এনডিএ। তিনি বলেন, তৃণমুল শাসিত পশ্চিমবঙ্গে ২০২১ সালে লড়বে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে নবান্ন দখলের হুঁশিয়ারি দেন তিনি।

অভিযান চালিয়েও কমছে না দাম, রায়গঞ্জে কম দামে আলু দিচ্ছে ব্যবসায়ী সংগঠন

Related News

Back to top button