টাকা ডবল করে দেওয়ার টোপ দিয়ে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শিলিগুড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ।
Bengal Live শিলিগুড়িঃ আর্থিক প্রতারনার অভিযোগে শিলিগুড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ ।অল্প সময়ে টাকা ডবল করে দেওয়ার টোপ দিয়ে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম হাসমিত প্যাটেল ও রামকুমার।
মুম্বাই পুলিশের আধিকারিক সুদর্শন পাটিল জানিয়েছেন, টাকা ডবল করে দেবার প্রলোভন দেখিয়ে আমেদাবাদের পিকেসিভামরিয়া নামে এক ফার্ম মুম্বাই-এর এক বাসিন্দার থেকে দুই কোটি টাকা নেয়। কিন্তু নিদিষ্ট সময় পরও ওই ব্যক্তিকে টাকা ফেরত না দেওয়ায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ১৯শে জুলাই মুম্বাইয়ের লোকমান্য পুলিশ স্টেশনে অভিযোগ জানান প্রতারিত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বাই পুলিশ।
তদন্তে নেমে মুম্বাই থেকে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেপুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের মধ্যে দুজন কলকাতাতে রয়েছে বলে খবর পান তদন্তকারীরা। কিন্তু মুম্বাই পুলিশ কলকাতায় পৌঁছনোর আগেই অভিযুক্তরা স্থান পরিবর্তন করে শিলিগুড়িতে চলে আসে। অবশেষে রবিবার রাতে শিলিগুড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে বিধান রোড থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে ধৃত দুই প্রতারককে । ট্রানজিট রিমান্ডে ধৃত দুজনকে নিয়ে যাবে মুম্বাই পুলিশ।