তৃণমূল কংগ্রেসে ফিরলেন মুকুল রায়

মুকুল রায়ই প্রথম তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর একে একে শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জী সহ অন্যান্যরা বিজেপিতে যোগ দেন। ভাঙন শুরু হয় তৃণমূল কংগ্রেসে৷

 

Bengal Live ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তৃণমূল ভবনে মুকুল রায়কে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, বলে দাবি দলনেত্রীর৷

বিধানসভা নির্বাচনের পর ক্রমেই বিজেপি থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন মুকুল রায়৷ একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের ঘর ওয়াপসি নিয়ে শুরু হয় জল্পনা। তবে ট্যুইট করে বিজেপির একনিষ্ঠ সৈনিক হয়েই কাজ করতে চান বলে জানিয়েছিলেন মুকুল রায়। যদিও এরপরেও বিজেপির বিভিন্ন মিটিং মিছিলে দেখা যাচ্ছিল না মুকুল রায়কে। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে রাজনীতির মঞ্চে আর দেখা যায় নি মুকুল রায়কে।

এরপর তৃণমূলে ফেরার জল্পনা বাড়ে মুকুল রায়ের স্ত্রীকে যখন দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করা হলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন, দূরত্ব কমছে তৃণমূল ও মুকুল রায়ের। এই ঘটনার দিন কয়েকের মধ্যেই শুক্রবার তৃণমূল ভবনে শুভ্রাংশু রায়কে নিয়ে হাজির হলেন মুকুল রায়। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে৷

 

Exit mobile version