রাজ্য

শৌচালয় তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্র মোথাবাড়ি

শৌচালয় তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্র মোথাবাড়ি

Bengal Live মালদাঃ শৌচালয় তৈরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার মোথাবাড়ি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার সকালে বাবলু শেখ বাড়ির পাশেই শৌচালয় তৈরি করছিল। এই ঘটনায় বাঁধা দেয় প্রতিবেশী ফজলুল শেখ, লালচাঁদ শেখ সহ ৬ জন। অভিযোগ, প্রতিবাদ করায় বাবলু শেখের উপর চড়াও হয় প্রতিবেশীরা। বন্দুকের বাট এবং ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বাবলু শেখকে বলেও অভিযোগ।

বাবলু শেখ কে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের বেশ কয়েকজন আহত হয় বলে স্থানীয় সূত্রে খবর।

বাবলু শেখের পরিবারের অভিযোগ, নিজস্ব জায়গায় শৌচালয় তৈরি করছিল বাবলু। শৌচালায় তৈরিতে বাঁধা দেয় ফজলুল শেখের পরিবার। প্রতিবাদ করায় বাবলু শেখ কে মারধর করে খুন করা হয়। রক্তাক্ত অবস্থায় বাবলুকে মালদা মেডিক্যাল কলেজ এবং তারপর সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হলে রাতেই মৃত্যু হয় তার।

এই খবর জানাজানি হতেই রবিবার বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে ভাঙচুর শুরু করে তারা। রণক্ষেত্রে রূপ নেয় মেহেরপুরের নতুনপাড়া। ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল। প্রায় ঘন্টা খানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

Related News

Back to top button