রাজ্য

কোচবিহারে এসে কীসের ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী?

বিজেপি প্রার্থীদের সমর্থনে বুধবার কোচবিহারে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মহাগুরু। এদিন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে সভা করেন তিনি। তুফানগঞ্জের বিজেপি প্রার্থী মালতি রাভার সমর্থনে রোড শো করেন মিঠুন।

 

 

Bengal Live কোচবিহারঃ মুখে কিছু বললেন না। ইঙ্গিতে বোঝালেন তিনি যে জাত গোখরো। ক্যামেরার সামনে দেখালেন “সাপের ছোবল”। বুধবার কোচবিহারে দলীয় প্রার্থীদের প্রচারে এসে এভাবেই ইঙ্গিতে তৃণমূল কংগ্রসকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ মিঠুন চক্রবর্তী দিনহাটা তুফানগঞ্জে চারজন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন। দিনহাটা সিতাই এলাকার দুই প্রার্থীর হয়ে সাহেবগঞ্জে সভা করেন ও পরে তুফানগঞ্জ ও নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থীর হয়ে তুফানগঞ্জ রোড শো করে প্রচার করেন।

তিনি বলেন, আমাকে বলে আমি নাকি সুবিধাবাদী। কিন্তু আমি যদি সুবিধাবাদী হতাম আমায় তো সবাই অফার করেছিল আপনি নির্বাচনে দাঁড়ান। আমি কি দাঁড়িয়েছি? কেন? আমি বলেছি বাংলার গরীব মানুষ কষ্টে আছে। আমি তাঁদের জন্য কিছু করতে চাই। মিঠুন এদিন আরও বলেন, এই বাংলায় আপনার অধিকার আছে। সবকিছুতে আপনার অধিকার আছে । আর এই অধিকার যে কেড়ে নেবে, আমাদের মত কিছু মানুষ রুখে দাঁড়াবে এর বিরুদ্ধে। কোচবিহারের সব আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী মিঠুন।

Related News

Back to top button