উত্তরের একাধিক জেলায় ভূমিকম্প

উত্তরের একাধিক জেলায় ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্র ৫.৪। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই এখনও।

 

Bengal Live ডেস্কঃ উত্তরবঙ্গের একাধিক জেলায় অনুভূত হল ভূমিকম্প। সোমবার রাত ৮.৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। কম্পনের কেন্দ্রবিন্দু মনে করে হচ্ছে নেপাল-সিকিম সীমান্ত লাগোয়া কোনও এলাকা। তবে এখনও সঠিক তথ্য মেলেনি৷ এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর। সোমবার ৮ঃ৫০ নাগাদ আলিপুরদুয়ারে ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে মানুষজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। ভূমিকম্পের পর অনেকেই আফটার শকের আতংকে আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে অনেকেই বেশ কিছুক্ষণ ধরে বাড়িতে ঢুকতে চাননি। তবে দীর্ঘ অপেক্ষার পর আফটার শক অনুভূত না হয় ফের বাড়ি ঢুকে পড়েন সকলে।

Exit mobile version