মালদার দুই কেন্দ্রে প্রার্থী বদল চায় তৃণমূল ও বিজেপি, আন্দোলন চলছেই
মালদার দুই কেন্দ্রের প্রার্থী বদল চায় তৃণমূল ও বিজেপি। পৃথক দুই আসনের প্রার্থী বদলের দাবিতে শনিবার আন্দোলনে সামিল দুই দলের কর্মী সমর্থকদের একাংশ।
Bengal Live মালদাঃ প্রার্থী নিয়ে অসন্তোষ চলছেই মালদায়। পৃথক দুই জায়গায় প্রার্থী বদলের দাবিতে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। পথ অবরোধের পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল দলীয় কর্মি সমর্থকেরা।শনিবার প্রার্থী বদলের দাবিতে জেলা তৃণমূল কার্যালয়ের সামনে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মীরা। হবিবপুরে প্রার্থী বদলের দাবিতে জেলা তৃণমূল কার্যালয়ে সামনে স্টেশন রোড অবরোধ করে চলে বিক্ষোভ।
হবিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় সরলা মুর্মুকে। কিন্তু তিনি দল ত্যাগ করায় ওই কেন্দ্রের প্রার্থী বদল করা হয়। প্রদীপ বাস্কেকে তড়িঘড়ি প্রার্থী করে তৃণমূল নেতৃত্ব। এবারে প্রদীপ বাস্কেকে পরিবর্তন করার দাবিতে আন্দোলনে তৃণমূল কর্মীদের একাংশ৷ চুনিয়া মুর্মুকে প্রার্থী করার দাবি তোলেব এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা ।
এদিকে প্রার্থী বদলের দাবিতে আন্দোলনে সামিল বিজেপি কর্মী সমর্থকেরা৷ প্রার্থী বদলের দাবিতে ইংলিশ বাজারের রথবারি মোরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের সামিল হন শতাধিক বিজেপি কর্মী। আন্দোলনরত কর্মী সমর্থকদের দাবি, ইংলিশ বাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। কিন্তু তিনি বেশিরভাগ সময়ই দিল্লীতে থাকেন। তাদের সুযোগ-সুবিধায় তাকে পাওয়া যায় না। তাই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করতে হবে।