গভীর রাতে বিধ্বংসী আগুন! ক্ষতিগ্রস্ত সাতটি দোকান। ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে।
Bengal Live আলিপুরদুয়ারঃ ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মুজনাই বাস স্ট্যান্ড এলাকায়। ঘটনায় ভস্মীভূত সাতটি দোকান।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাত প্রায় দুটো নাগাদ সংশ্লিষ্ট এলাকার মোট সাতটি দোকানে আগুন লাগে। হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন স্থানীয়রাও। রাতারাতি আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। খবর পেয়ে ফালাকাটা ও ধূপগুড়ি থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভার আগেই ভস্মীভূত হয়ে যায় সাতটি দোকান। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানা গিয়েছে।
ইটাহার, করণদিঘি সহ বাকি ১৩ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
ঘটনায় ক্ষতিগ্রস্ত অমর নাহা জানান, “আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানের থাকা মূল্যবান জরুরি কাগজ পত্র, মেশিন সহ সব কিছুই।” ওই সাতটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার অংকে পৌঁছে যাবে বলে ক্ষতিগ্রস্থ দোকানদাররা জানিয়েছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
মঙ্গলবার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফালাকাটা বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন। এদিন তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল। তিনিও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।