কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি মালদা,আলিপুরদুয়ারে, মিশ্র প্রভাব উত্তর দিনাজপুরে

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ বাকি জেলাগুলিতেও এদিন কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। উত্তর দিনাজপুরের বিন্দোল, ভাটোল, হেমতাবাদে সামান্য শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া হলেও এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম।

রেস্তোরাঁর স্বাদে বানান চিকেন ললিপপ, রইলো রেসিপি

Bengal Live ডেস্কঃ  কালবৈশাখীর দাপটে উত্তরবঙ্গ জুড়ে লন্ডভন্ড ও বিপর্যস্ত জনজীবন। শিলাবৃষ্টি, বজ্রপাত সহ ঝড়ের তান্ডব একাধিক জেলায়। আলিপুরদুয়ার ও মালদায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশী। ব্যাপক ক্ষয়ক্ষতিতে কপালে চিন্তার ভাঁজ আমচাষী, কৃষক, সবজিচাষীদের। উত্তর দিনাজপুর সহ বাকি জেলাগুলিতেও মিশ্র প্রভাব পড়েছে ঝোড়ো হাওয়ার।

বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখীর দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মালদা জেলার  হবিবপুর ব্লকে।টাঙ্গন নদীর ধারে একটি বরফ মিলের টিনের চাল উড়ে যায় ঝড়ে।ভেঙ্গে পড়ে বহু বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি।ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়।যদিও কালবৈশাখী ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হবিবপুর ব্লকে। হবিবপুর ব্লকের কানতুর্কা, জাজইল, কিঞ্চিবাড়ি, হুরাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয় কালবৈশাখী ঝড়ে।

আমের সময়ে খান আমের লস্যি। জেনে নিন রেসিপি।

বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির প্রভাব পড়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড শিলাবৃষ্টিতে সংশ্লিষ্ট অঞ্চলের উত্তর দেওগাঁও, পূর্ব দেওগাঁও, মধ্য দেওগাঁও সহ এলাকার বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর।ঝড়ের তান্ডবে বেশ কিছু এলাকায় বাড়ির উপর গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।বেশ কিছু বাড়ির চাল উড়ে গিয়েছে।এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বিঘার পর বিঘা চাষের জমির ভুট্টা,শশা, কুমড়া ও অন্যান্য ফসল।ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এলাকার কৃষকরা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ বাকি জেলাগুলিতেও এদিন কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। উত্তর দিনাজপুরের বিন্দোল, ভাটোল, হেমতাবাদে সামান্য শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া হলেও এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম।

মেদ ঝড়াতে এক্সারসাইজের আগেই এক কাপ কড়া কফি! জানুন বিশদে।

Exit mobile version