আদিবাসী পরিবারে খাবার খেয়েছিলেন অমিত শাহ, চাকরি দিল রাজ্য সরকার
দুই দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ এরই মাঝে তৃণমূলের মাস্টার স্ট্রোক।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উত্তরের পাঁচ উপাচার্যকে তলব করলেন রাজ্যপাল
Bengal Live শিলিগুড়িঃ ২০১৭ সালে শিলিগুড়িতে এসেছিলেন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি নকশালবাড়ির এক আদিবাসী দম্পতির বাড়িতে খাবার খেয়েছিলেন অমিত শাহ৷ মাঝে পেরিয়ে গিয়েছে প্রায় তিন বছর৷ বুধবার রাতে ফের রাজ্যে দুই দিনের সফরে এসেছেন অমিত শাহ। এরই মাঝে আদিবাসী ওই দম্পতিকে চাকরি দিল রাজ্য সরকার৷ নকশালবাড়ি থানায় হোমগার্ডের চাকরি দেওয়া হল গীতা মাহালিকে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আজকের রাশিফল, বৃহস্পতিবার, ৫ নভেম্বর
এদিন নকশালবাড়ি থানায় কাজে যোগ দিলেন গীতা মাহালি। তার আগেই গীতা মাহালির সাথে দেখা করতে পৌঁছলেন দার্জিলিঙ জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। রঞ্জন সরকার বলেন, অমিত শাহ খাবার খেয়েছিলেন গীতা মাহালি ও রাজু মাহালির বাড়িতে। কিন্তু তাঁদের কোনও খোঁজ রাখেনি বিজেপি। এই পরিবারের আর্থিক অনটনের কথা মাথায় রেখে চাকরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ রাজ্যের সকল মানুষের পাশে রয়েছে সরকার।
এদিকে এই ঘটনাকে নিয়ে পালটা বিজেপির পক্ষ থেকে আনন্দ বর্মন জানিয়েছেন, বিজেপির পতাকা ওই দম্পতিকে ধরানো হয়নি৷ অমিত শাহ সৌজন্য সাক্ষাতের জন্যই গিয়েছিলেন ওই দম্পতির বাড়িতে৷ বরং তৃণমূলের পক্ষ থেকেই ওই দম্পতির হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল।