রাজ্য

কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক, কী বার্তা দিলেন নেত্রী?

দলীয় কর্মীদের চাঙ্গা করতে কোচবিহার উত্তরের সভা থেকে ভোকাল টনিক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সাহসী বুথ এজেন্টদের পুরস্কৃত করব’, দলীয় কর্মীদের বার্তা নেত্রীর।

আমের সময়ে খান আমের লস্যি। জেনে নিন রেসিপি।

 

Bengal Live কোচবিহারঃ তিন দফার নির্বাচন শেষ রাজ্যে। প্রধানমন্ত্রীর সভার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার কোচবিহারের বাণেশ্বরে নির্বাচনী সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সমর্থকদের আত্মবিশ্বাস জোগাতে তাঁর ভোকাল টনিক, ‘আমাকে শাসন করতে এলে আমি পাল্টা শাসন করব।’ সভা থেকে বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বলেন, ‘ভোটের দিন যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাকে আমি পুরস্কৃত করব৷’ তিনি বলেন, ‘বুথ পাহাড়া দিতে দল গঠন করতে হবে। দলে দশ জন ছেলে, দশ জন মেয়ে থাকবে৷ যে বিজেপির টাকা খেয়ে পালাবে আমি তাকে ধরব৷’

রেস্তোরাঁর স্বাদে হট চকলেট এবার বানিয়ে নিন বাড়িতেই, জানুন রেসিপি।

এদিন কেন্দ্রীয় বাহিনীকেও নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী গন্ডগোল করলে দলগত ভাবে তাদের ঘেরাও করার নির্দেশও দেন এদিন তিনি। তিনি এও মনে করিয়ে দেন যে, ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শুধু ১৪৪ ধারা থাকে। সব জায়গায় থাকেনা৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ যদি বলে আমরা দেখছি ইভিএম আপনারা যান৷ এটা একদম বিশ্বাস করবেন না৷ কারন পুলিশ নির্বাচনের সময় বিজেপি হয়ে যায়৷ ছোট পুলিশদের দোষ নেই। পুলিশের নেতারা এসব করে৷ অনেকেই বোঝাপরা করে বসে আছে। আমি আরামবাগ দেখে নিয়েছি৷ আমি চাই শান্তিপূর্ন নির্বাচন হোক।’

Related News

Back to top button