রাজ্য

শুক্রবার উত্তরে নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজের কেন্দ্রে নির্বাচন শেষ করেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সভা করবেন ফালাকাটায়। এদিকে চতুর্থ দফার নির্বাচন নিয়ে প্রশাসনিক বৈঠক সারলেন কোচবিহার জেলা প্রশাসন।

 

Bengal Live কোচবিহারঃ নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কী হবে তা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহারে। বৃহস্পতিবার জেলাশাসক পবন কাদিয়ান ও পুলিশ সুপার দেবাশিষ ধর এই বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বাহিনী কীভাবে আসবে, কতগুলি গাড়ি লাগবে তাঁদের আসার জন্য এইসব নিয়েই মূলত আলোচনা হয় এদিনের বৈঠকে।

জানা গেছে, চতুর্থ দফায় রয়েছে কোচবিহার জেলায় নির্বাচন। অসম থেকে ১১১ কোম্পানি পুলিশ আসবে কোচবিহারে। আরও ৮১ কোম্পানি দক্ষিণবঙ্গের জেলা গুলি থেকে আসবে কোচবিহারে বলে খবর। জানা গেছে, এখনও পর্যন্ত ১২ কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে কোচবিহারে। এছাড়াও পোস্টাল ব্যালট নজরদারীতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

এদিকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আগামীকাল নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। শুক্রবার দুপুরে তিনি ফালাকাটার টাউন ক্লাব ময়দানে সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী সভা করবেন বলে দলীয় সূত্রে খবর। আগামী কালকের জনসভার আগে জোর কদমে চলছে তৃণমূল সুপ্রিমো জনসভার মঞ্চ সহ হ্যালিপ্যাড তৈরির কাজ। দলনেত্রীর জন সভার মঞ্চ তৈরি সহ বিভিন্ন কাজ তদারকি করতে বৃহস্পতিবার দেখা গেলো তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে।

Related News

Back to top button