হিমঘরে আলুর বণ্ড বিলি নিয়ে কৃষক বিক্ষোভ, সাংবাদিকদের হুমকি
আলু রাখার বন্ড বিলি নিয়ে তুমুল বিক্ষোভ কৃষকদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে।
Bengal Live জলপাইগুড়িঃ ধূপগুড়িতে আলু রাখার বন্ড বিলি নিয়ে তুমুল বিক্ষোভ কৃষকদের। বেনিয়মের অভিযোগ হিমঘর মালিকদের বিরুদ্ধে। সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি হিমঘর কর্তৃপক্ষের।
গতকাল থেকে শুরু হয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিতরণ। সেইমতো বুধবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কানাইয়া প্রসাদ হিমঘর এবং গাদং ডিজে হিমঘরে সকাল থেকেই আলুর বন্ড নেওয়ার জন্য কৃষকরা ভিড় জমান। এমনকি কৃষকদের পাশাপাশি তাঁদের বাড়ির মহিলারাও লাইন দেন আলুর বন্ড কেনার জন্য। কিন্তু শুরুতেই কৃষকদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষ পাইকার এবং বড় ব্যবসায়ীদের গোপনে আলুর বন্ড দিয়ে দিচ্ছেন। যার জন্য কৃষকরা প্রয়োজন মতো আলুর বন্ড পাচ্ছেন না। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও মিলছে না প্রয়োজন মতো বন্ড।
কাউকে আবার প্রয়োজনের তুলনায় কম দেওয়া হচ্ছে বন্ড। একজন ব্যক্তিকে ১০০ প্যাকেটের বেশি আলুর বন্ড দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। অনেককে আবার বন্ড নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে। কানাইয়া প্রসাদ হিমঘর কর্তৃপক্ষের তরফ থেকে কৃষকদের সাফ জানানো হয়েছে হিমঘর ভর্তি হয়ে গিয়েছে। এতে চোটে গিয়ে বিক্ষোভ দেখান কৃষকরা।
এদিকে হিমঘরে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে আলু রাখার জন্য বন্ড না পেলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের। কারণ এখনও ক্ষেতের মধ্যে রয়েছে অধিকাংশ আলু। আলু যদি তোলার পর হিমঘরে রাখা না যায় তাহলে বাইরে বৃষ্টিতে ভিজে বা প্রাকৃতিক কারণে নষ্ট হতে যেতে পারে, যার ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।