রাজ্য

ফেসশিল্ড, মাস্ক পড়েই রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

আগামী ২৬ ও ২৯ এপ্রিল নির্বাচন মালদায়। দুই দফায় ভোট সম্পন্ন হবে উত্তরবঙ্গের মালদা জেলায়৷ তার আগে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

 

Bengal Live অতিমারি করোনা আবহে শেষ দুই দফা নির্বাচনের আগে ফেসশিল্ড এবং মাস্ক পরে ভোটারদের নিরাপত্তা ও সচেতনতার বার্তা দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার সকাল থেকেই মালদা শহরে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।

শেষ দুই দফা নির্বাচনের আগে মালদায় রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী ২৬ ও ২৯ এপ্রিল মালদা জেলার ১২ টি আসনে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তাই ভোটারদের নিরাপত্তার পাশাপাশি ভোটদানে আশ্বস্ত করতে শুক্রবার সকাল থেকে মালদায় রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। করোনা আবহে মাস্ক ও ফেসশিল্ড পড়েই চলে রুটমার্চ। মালদা শহরের কালিতলা, নেতাজি মোড়, পোস্ট অফিস মোড় সহ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। এদিন রুটমার্চের সাথে সেই নির্ভয়ে ভোটদান ও সচেতনতার কথাও জানান তারা।

Related News

Back to top button