রাজ্য

সেবক-রংপো রেল প্রকল্পে ধস, নিখোঁজ পাঁচ, বাংলা সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন

লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের জনজীবন। একাধিক জায়গায় ধস নামার খবর মিলেছে পাহাড়ে। এখনও পর্যন্ত পাঁচজনের নিখোঁজ রয়েছে হলে খবর।

 

Bengal Live শিলিগুড়িঃ লাগাতার বৃষ্টির জেরে সেবক-রংপো রেল প্রকল্পের মামখোলা এলাকায় নামল ধস। শুক্রবার ভোর রাতে কালিম্পং থানা এলাকার মামখোলায় বিশাল ধস নামে। রেল প্রকল্পের একটি ক্যাম্প ধসে গিয়েছে বলে জানা গেছে। নাইট শিফটে কর্মরত কয়েকজন শ্রমিক ওই ক্যাম্পেই ছিল বলে খবর।

major landslide in kalimpong

ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। মৃত ব্যক্তির নাম ধন সিং ভান্ডারী। তিনি নেপালের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে আটজন নিখোঁজের মধ্যে স্থানীয় বাসিন্দারা আরও দুইজনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। এদিকে এখনও পাঁচজন শ্রমিকের কোনও খোঁজ মেলেনি বলে খবর।

major landslide in kalimpong

প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজদের খোঁজে পুলিশ কুকুর, ডুবুরি, রিভার র‍্যাফটিং টিম নামানো হয়েছে। এদিকে ডাবগ্রাম থেকে বিপর্যয় মোকাবিলা দলকেও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে বিশাল ধস নামার খবর মিলেছে মল্লি বাজার এলাকায়। যার ফলে ১০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল একদম স্তব্ধ হয়ে গিয়েছে।

major landslide in kalimpong

সিকিমের সাথে শিলিগুড়ির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সমস্যার সম্মুখীন কয়েক হাজার মানুষ। জানা গেছে, শুধু মল্লি বাজার এলাকায় নয়, ধসের জেরে ভালুখোলা, মঙ্গমায়া, তারখোলাতেও বিপর্যস্ত জনজীবন।

Related News

Back to top button