প্রচুর পরিমাণে আধার কার্ড উদ্ধার রাস্তার ধার থেকে
রাস্তার ধার থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড, মেয়ের আধারকার্ড খুঁজে পেলেন বাবা।
Bengal Live শিলিগুড়িঃ রাস্তার ধার থেকে উদ্ধার প্রচুর পরিমাণে আধার কার্ড। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে প্রথম বিষয়টি আসে। এরপরেই খবর দেওয়া হয় আশিগর ফাঁড়ির পুলিশকে৷ এদিকে খবর জানাজানি হতেই ওই এলাকায় ব্যাপক ভীড় জমান বাসিন্দারা।
জানা গেছে, ইস্টার্ন বাইপাসের কানকাটা মোড় লাগোয়া এলাকার রাস্তার ধারে এদিন সকালে প্রচুর আধার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ির পূর্ব চয়নপাড়ার এক বাসিন্দা বলেন, স্থানীয় একজন আমাকে ফোন করে ডাকেন। এখানে এসে দেখি আমার মেয়ের আধার কার্ড পড়ে রয়েছে। স্থানীয় এক ব্যক্তি সেই আধার কার্ড থেকে ফোন নম্বর নিয়েই আমাকে খবর দেন।
জাল নোট পাচারের সাথে যুক্ত সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র! হতবাক পুলিশ
এদিকে কয়েকশ আধারকার্ড কীভাবে রাস্তার ধারে এসে পৌঁছলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, পোস্টের মাধ্যমে এই আধার কার্ড মানুষের কাছে পৌঁছানোর কথা। সেখানে কীভাবে এগুলো রাস্তায় এসে পড়ল? কে বা কারা সাধারণ মানুষের এই গুরুত্বপূর্ণ নথি রাস্তায় ফেলে দিয়ে গেল তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।