রাজ্যে কিছুটা শিথিল বিধিনিষেধ
বিধিনিষেধের মেয়াদ বাড়লেও কিছুটা শিথিল করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ লোকাল ট্রেন, মেট্রো চলাচলে নিষেধাজ্ঞা বহাল। চলবে সরকারি বেসরকারি বাস।
Bengal Live ডেস্কঃ বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও কার্যত লকডাউনের মেয়াদ বাড়ল রাজ্যে। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকলেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে এদিন।
মুখ্যমন্ত্রী বলেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস চলতে পারে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেলুন, পার্লার খোলার অনুমতি দেওয়া হয়েছে এদিন। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার খুলতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে জিম খোলার অনুমতিও দেওয়া হয়েছে। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে রাজ্যে। পাশাপাশি
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি বাজার, মাছের বাজার খোলা থাকবে বলে জানানো হয়েছে এদিন।