রাজ্য

গাড়ির ধাক্কায় চিতা বাঘের মৃত্যু, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

জাতীয় সড়কের ধার থেকে চিতা বাঘের মৃতদেহ উদ্ধার। দ্রুত গতির কোনও গাড়ির ধাক্কাতেই চিতা বাঘটির মৃত্যু হয়েছে বলে অনুমান।

Bengal Live শিলিগুড়িঃ জাতীয় সড়ক থেকে উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত মৃতদেহ। বুধবার সকালে মহানন্দা অভয়ারণ্যের অন্তর্গত সুকনা বন বিভাগের অধীন কোকালাম বিট এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কের উপরে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রাথমিক অনুমান, জাতীয় সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে যাওয়া কোনও গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই চিতা বাঘটির৷

আজকের রাশিফল, বুধবার, ১১ নভেম্বর

জঙ্গল লাগোয়া প্রতিটি সড়কের ধারেই যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট গতি বেঁধে দেওয়া হয়েছে। সব জায়গায় বোর্ডও লাগানো হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। যান চলাচল ও বন্য পশুর নিরাপত্তার দিক খতিয়ে দেখতে লাগাতার নজরদারি চালান বন কর্মীরা। এরপরেও এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বন বিভাগের কর্তাদের মধ্যে।

এদিন সকালে বন বিভাগের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত চিতাবাঘের দেহ উদ্ধার করেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুররু করেছে বন বিভাগ।

এবছর উত্তর দিনাজপুরে যাঁরা পেলেন বিশ্ববাংলা শারদ সম্মান

Related News

Back to top button