উত্তরের জঙ্গলে খাঁচায় চিতা বাঘ, তাণ্ডব দাঁতালের

বনদপ্তরের পাতা ফাঁদে চিতাবাঘ। ছাগলের টোপে খাঁচা বন্দি পুরুষ চিতা বাঘ।
Bengal Live আলিপুরদুয়ারঃ ফের খাঁচা বন্দি হল পূর্ণবয়ষ্ক একটি চিতা।স্বস্তির নিঃশ্বাস ফেলল মাদারিহাট বীরপাড়া ব্লকের গেরগেন্ডা চা বাগানের শ্রমিক মহল। জানা গিয়েছে, বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। শনিবার গেরগেন্ডা চা বাগানের ২১ নম্বর সেকশন থেকে ছাগলের টোপে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি। খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা চিতা বাঘটিকে উদ্ধার করে।
এবিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল বলেন,”সাত আট বছরের পুরুষ চিতা বাঘটি সুস্থ আছে। তাকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” অপরদিকে শনিবার ভোরে সংশ্লিষ্ট ব্লকের ডিমডিমা চা বাগানে তান্ডব চালায় একটি দলছুট দাঁতাল হাতি। তান্ডব চালিয়ে সংশ্লিষ্ট বাগানের বাংলো, স্টাফ কোয়ার্টার এবং শান্তিপাড়া লাইনের শ্রমিক আবাসের ক্ষতি করে পালিয়ে যায়। জানা গিয়েছে, দলমনির জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ে দাঁতালটি।