বিকল্প পাঠদান, খোলা আকাশের নীচে চলছে জ্যোতিবাবুর পাঠশালা

করোনা পরিস্থিতিতে শিশুদের একটু ভিন্নভাবে স্কুলের স্বাদ দিতে অভিনব উদ্যোগ “জ্যোতিবাবুর পাঠশালা”। বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই বালুরঘাট লোকাল কমিটির সদস্যরা শুরু করেছেন এই পাঠশালা।

Bengal Live  বালুরঘাটঃ  করোনা আবহে যখন বন্ধ স্কুল এমন সময় বিকল্প পাঠদানে এগিয়ে এসেছে বামপন্থী যুবসংগঠন ডিওয়াইএফআই বালুরঘাট লোকাল কমিটি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নামে চলছে এই পাঠশালা। খোলা আকাশের নিচে কচিকাঁচাদের লেখাপড়া শেখাচ্ছেন যুব কর্মীরা।

করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর ধরে গৃহবন্দী শিশুরা। বন্ধ রয়েছে স্কুল,হচ্ছে না পঠন-পাঠন। নষ্ট হচ্ছে স্কুলে যাওয়ার অভ্যাসও। এমন পরিস্থিতিতে শিশুদের একটু ভিন্নভাবে স্কুলের স্বাদ দিতে এগিয়ে এলো বামপন্থী যুবসংগঠন ডিওয়াইএফআই বালুরঘাট লোকাল কমিটি। গত এক মাস ধরে সপ্তাহে দুদিন করে বালুরঘাটের চকরাম, গোবিন্দপুর সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তারা শুরু করেছেণ জ্যোতিবাবুর পাঠশালা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নামে চলা এই পাঠশালায় স্কুলের স্বাদ পেতে শুরু করেছে শিশুরা।

 

সরকারি কর্মীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উত্তরবঙ্গে

গ্রামের পুকুর পারে খোলা আকাশের নিচে কচিকাঁচাদের লেখাপড়া শেখাচ্ছেন যুব কর্মীরা। সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলছে পঠনপাঠন। জাতীয় সংগীত গাওয়ার পর বাংলা-অঙ্ক ক্লাসের পাশাপাশি যোগ ব্যায়ামের প্রশিক্ষণও দেওয়া হয় পাঠশালায়। পড়াশোনার মাঝে শিশুদের জন্য থাকে জলযোগের বন্দোবস্ত।

এই উদ্যোগ প্রসঙ্গে ডিওয়াইএফআইয়ের বালুরঘাট লোকাল কমিটির সম্পাদক সমীরণ সাহা বলেন, রাজ্যের স্কুলগুলি বন্ধ থাকায়, কচিকাঁচাদের মধ্যে পড়ার প্রতি অনীহা বাড়ছে। তাই শিশুদের যাতে লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা যায় সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ। যতদিন  স্কুল না খুলছে ততদিন চলতেই থাকবে জ্যোতি বাবুর পাঠশালা বলে জানিয়েছেন সমীরণ সাহা।

সারবে চিকুনগুনিয়া থেকে হৃদরোগ-সহ ত্বকের সমস্যা, বিশদে জানুন তেঁতুল বীজের দশটি গুনাগুন

Exit mobile version