নার্সিংহোমে চিকিৎসাধীন অশোক ভট্টাচার্য

নার্সিংহোমে চিকিৎসাধীন অশোক ভট্টাচার্য

Bengal Live ওয়েব ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে নার্সংহোমে চিকিৎসাধীন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য৷ শনিবার রাত থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করেন বিধায়ক অশোক ভট্টাচার্য। তাঁর স্ত্রী ও দলের কর্মীরা রাতেই তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করেন অশোক বাবুকে।

এদিকে মেয়রের অসুস্থতার খবর জানাজানি চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি জুড়ে। সাধারণ মানুষ ধীরেধীরে ভীড় জমাতে শুরু করেন নার্সিংহোমের সামনে।

নার্সিংহোম সূত্রে খবর, অশোক বাবু এখন কিছুটা সুস্থ রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে রওনা দিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব৷ তাঁকে অশোক বাবুর চিকিৎসা ব্যবস্থার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Exit mobile version