রাজ্য

সেবকে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পং, সিকিমের সাথে

লাগাতার ধস পাহাড়ে। বন্ধ ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সাথেও।

Bengal Live শিলিগুড়িঃ লাগাতার বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় ধস। শিলিগুড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম ও ডুয়ার্সের বেশ কিছু এলাকার। ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ধস নামায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে একটানা প্রবল বর্ষণের ফলে রাস্তা সারাইয়ের কাজেও ব্যাঘাত ঘটছে৷

মেসেঞ্জারেও আর ইচ্ছে মতো ফরওয়ার্ড করা যাবে না মেসেজ, কেন জানেন ?

জানা গেছে, বুধবার সকাল থেকে দফায় দফায় ধস নামে সেবক কালি মন্দির ও সেবক থানার মাঝের বিশাল অংশে। ধসের জেরে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে৷ ফলে সিকিম ও কালিম্পং-এর সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এদিকে ডুয়ার্সের বেশ কিছু এলাকার সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ধসের জন্য৷ এদিকে পরপর ৩ দিন ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে লাগাতার ধসের জেরে বিপর্যস্ত যান চলাচল। প্রতিকূল আবহাওয়ার কারণে সেই ধস এখনও সরানো সম্ভব হয়নি। বৃষ্টি এমন ভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা অভিজ্ঞ মহলের৷

Related News

Back to top button