বর্ষার শুরুতেই পাহাড়ে তিন জায়গায় ধস
বর্ষা শুরু হতেই উত্তরবঙ্গের পাহাড়ে তিন জায়গায় ধস নামল। শনিবার কার্শিয়ং, তিনধারিয়া ও দার্জিলিঙের চৌরাস্তা লাগোয়া এলাকায় ধস নামে।
Bengal Live শিলিগুড়িঃ বর্ষার শুরুতেই দার্জিলিঙ পাহাড়ের তিন জায়গায় ধস নামার খবর মিলেছে। বেশ কয়েকটি বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হলেও এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি। পরিস্থিতি মোকাবিলা করতে পথে নেমেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ শুরু হলো বাংলাদেশে বোল্ডার রপ্তানি
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্শিয়ঙের সিমিটার চা বাগানের ভারী বৃষ্টিপাতের জেরে এদিন ধস নামে।এরফলে বেশকয়েকটি বাড়ি ও একটি রাস্তা ক্ষতিগ্রস্থ হয়।ঘটনার পর পঞ্চায়েত সদস্যরা এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে, তিনধারিয়ায় ধসে চারটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ এটিএম লুঠের চেষ্টা শিলিগুড়িতে
এদিকে দার্জিলিঙের চৌরাস্তা লাগোয়া এলাকাতেও ধস নামার খবর মিলেছে৷ সেখানে একটি বাড়ি ধসের কবলে পড়েছে বলে জানা গেছে। তবে ধসে এখনও কোনও প্রাণহানির খবর না মেলায় স্বস্তিতে দার্জিলিং জেলা প্রশাসন।